আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজে'র এইচএসসি-২০২৪ পরীক্ষার্থীদে বিদায় সংবর্ধনা
ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিনিধি) :
মহেশখালীর একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজেটি আজ থেকে দীর্ঘ একুশ বছর আগে মহেশখালীতে প্রতিষ্ঠা লাভ করেন।
প্রতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জমকালো আয়োজন করা হয়।এবারও তার ব্যতয় ঘটেনি।
২৭ শে জুন বৃহস্পতিবার অত্র কলেজের অডিটোরিয়ামে এইচএসসি-২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের বাংলা বিষয়ের প্রভাষক বেলাল হোছাইনের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অত্র কলেজের সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আজিজুল করিম,জাতীয়তাবাদী যুবদলের মহেশখালী উপজেলার যুগ্ম-আহ্বায়ক আ.স.ম জাহিদুল হক নাহিদ,মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি,প্রধান বক্তা,বিশেষ অতিথি, কলেজের শিক্ষকবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন,এবং বিদায়ী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য হতে স্মৃতিচারণ মূলক বক্তব্য ও মানপত্র পাঠ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ্ ফরিদ বলেন,আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।এখান থেকে তোমরা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে।তিনি আরো বলেন,শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
এসময় অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা শিক্ষার্থীদের বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর একনিষ্ঠ প্রচেষ্টা ও নেতৃত্বে এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানে মহেশখালী উপজেলায় কলেজের ফলাফল সব সময় শীর্ষে থাকে।সরকারি বেসরকারি বিভিন্ন পদে কলেজের সাবেক শিক্ষার্থীদের পদচারণ বলে দেয় কলেজটি দ্বীপ উপজেলায় কতটুকু কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাগিরাঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ শাহাদাত হোসেন।
Post a Comment