ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু








ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিবেদক) :

বড় মহেশখালীতে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না ফেরে জানাযা শেষে মৃত্যু হয়েছে বড় ভাইয়ের।এমন মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার'সহ স্থানীয়দের মধ্যে।

মঙ্গলবার (০২ জুলাই) সকালে নামাজের পর ছোট ভাইয়ের জানাযা শেষে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়ের মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজার গুলগুলিয়া পাড়া গ্রামে।

পরিবার ও এলাকাবাসী জানায়,ওই গ্রামের মরহুম হাজ্বী মফজল রহমানের ছেলে অছিউর রহমান(৬৫) অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।আজ দুপুরে ছোট ভাইয়ে জানাযা শেষে বাড়ি না ফিরতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বড় ভাই মোহাম্মদ ছৈয়দ (৬৭)।

বড়মহেশখালী ০৪নং ওয়ার্ড় গুলগুলিয়া পাড়ায় একই পরিবারের দুই ভাইয়ের এমন করুণ মৃ’ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য