দীর্ঘ অপেক্ষার পর আজ কক্সবাজার আসছেন সালাহউদ্দিন আহমেদ





ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিবেদক) :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কক্সবাজারের ভূমিপুত্র সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ অপেক্ষার পর আজ আসছেন কক্সবাজার।

আজ ২৮ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

এর আগে গত ১১ আগস্ট ভারতের বন্দীদশা থেক‍ে দেশে ফিরেন সালাহউদ্দিন আহমেদ।সেদিন দুপুর ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তিনি।ওইদিন সালাহউদ্দিন আহমেদকে বিমানবন্দরে বিপুল নেতা-কর্মী-জনতা সংবর্ধনা জানান।

দলীয় সূত্রে জানায়,এই জনপদের সবচেয়ে জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদকে বরণ করে নিতে জেলাব‍্যাপী ব‍্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।দলীয় লোক-জনের বাহিরেও জেলার সর্বস্তরের মানুষ সালাহউদ্দিন আহমেদের আগমনের অপেক্ষায় রয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কক্সবাজারের কৃতি সন্তান সালাহ উদ্দিন আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন ২৮ আগষ্ট বুধবার।তাঁর এ আগমন উপলক্ষ্যে কক্সবাজার বিমান বন্দর ও প্রধান সড়কে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য ১০১ সদস্য বিশিষ্ট শৃংখলা উপ-কমিটি গঠন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ এর আগমনকে ঘিরে জেলার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।রঙ-বেরঙয়ের পোস্টার-ব্যানারে মুড়িয়ে দেওয়া হয়েছে গোটা জেলায়।সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে হাজারের অধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন