গনহত্যায় জড়িতদের বাংলার জমিনে ঠাই হবে না : সালাহউদ্দিন আহমেদ
ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিবেদক) :
একদশক পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি চকরিয়ায়।বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দর'সহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অনুসারীরা জড়ো হন।কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান তারা।পুরো বিমানবন্দর এলাকায় মানুষের ঢল নামে।
কক্সবাজারে সমাবেশ ও সাক্ষাৎ শেষে তিনি বিকেলে ফিরেন চকরিয়ার উদ্দেশ্যে।কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত ব্যানার,ফেস্টুন,তোরণে ছেয়ে গিয়েছিল পুরো মহাসড়কটি।
চকরিয়ায় সালাহউদ্দিন আহমদ'কে স্বাগত জানাতে এবং তাকে এক নজর দেখতে বাস টার্মিনাল'সহ মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।এক পর্যায়ে পুরো চকরিয়া মহাসড়ক ও বাস টার্মিনাল লোকে লোকারণ্যে পরিণত হয়।এ সময় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিজ জন্মস্থান পেকুয়ায় আরও একটি সমাবেশ থাকাই তিনি চকরিয়া বাসটার্মিনাল পৌঁছানোর সাথে সাথে বক্তব্য দেন।এসময় তিনি বলেন,গনহত্যায় জড়িতদের বাংলার জমিনে ঠাই হবে না,আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে।
এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ,তাদের কবর জিয়ারত করবেন।গত ১৬ বছরে আওয়মী লীগ সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
উল্লেখ্য,সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১( চকরিয়া-পেকুয়া) আসন থেকে দুইবার ( ১৯৯৬ ও ২০০১) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তাঁর স্ত্রী হাসিনা আহমেদও একবার (২০০৮) সংসদ সদস্য নির্বাচিত হন।
Post a Comment