হোয়ানকে গৃহবধুর লাশ উদ্ধার; স্বামী পলাতক





১৪ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক জামালপাড়াস্থ মৌলভী কাটা অর্থাৎ হোয়ানক মহিলা কলেজের পাশে রমজান আলীর স্ত্রী' সুমাইয়া নামক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, সকালে মৃত সুমাইয়ার ভাই হাফেজখানা থেকে এসে বোনের সাথে কথা বলতে চাইলে তার বোন কথা বলেনা। তখন পার্শ্ববর্তী অন্যঘরের মহিলাকে ডেকে নিয়ে আসলে তিনি এসে দেখে সুমাইয়া আর জীবিত নেই। এই মৃত্যু অস্বাভাবিক। তাদের ভাষ্যানুযায়ী রাতেই তাকে মেরে ফেলা হয়েছে। এদিকে মহেশখারী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গৃহবধুর লাশ উদ্ধার করে সুরতহাল গ্রহণ করে মর্গে পাঠানো হয়েছে জানাগেছে।

কিন্তু তার স্বামী রমজান আলী পলাতক রয়েছে। এ নিয়ে এলাকায় চলছে নানা কানাঘুষা।

সচেতনমহল জানান পবিত্র রমজানেও এমন ন্যাক্কারজনক খুবই দুঃখজনক। তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী তোলেন গৃহবধুর রহস্য উৎঘাটন করে অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় আনতে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কাইছার হামিদ জানান, এমন খবর খুবই মর্মান্তিক। ময়নাতদন্ত শেষে রহস্য জানাযাবে। তবে পুলিশের টিম টহলে রয়েছে।

একটি মন্তব্য