মহেশখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মহেশখালীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মার্চ ) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো.হেদায়েত উল্যাহ্।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল, জঙ্গিবাদ প্রতিরোধ, ভূমি দখল ও অপরাধ দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক, লেফটেন্যান্ট কমান্ডার জিয়াদ কবির (মহেশখালী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী), উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাদেকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম।
এছাড়া সভায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কোস্ট গার্ডের প্রতিনিধি, মহেশখালী থানার প্রতিনিধি, বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধি, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো.জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইব, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Post a Comment