কালারমারছড়ায় জামায়াতের ইউনিট ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিট ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক অবু তাহের চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, উপজেলা উত্তর শাখার আমীর মাষ্টার নজরুল ইসলাম এবং শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ আবুহেনা মোস্তফা জিহাদী। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মহেশখালী উপজেলা উত্তর শাখার তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওসমান গণি।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদের নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দেন।
Post a Comment