৭ই মার্চ কী শেখ মুজিবুর রহমান প্রকৃত স্বাধীনতা চেয়েছিলেন।






১৯৭১ সালের ৭ই মার্চ পাকিস্তানের খুব নগণ্য সশস্ত্র বাহিনী পূর্ব পাকিস্তানে( বর্তমান বাংলাদেশ) অবস্থান করেছিল। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি। "আমি আমার ফাঁসি চাই" বই থেকে জানতে পারলাম তখন পাকিস্তানের ২-৩ শত বাহিনী পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে ছিল।

শেখ মুজিবুর রহমান যদি প্রকৃত স্বাধীনতা চাইতেন ওনার বক্তব্য হওয়া প্রয়োজন ছিল," তোমরা পূর্ব পাকিস্তানের সকল জনগণ একেকজন যুদ্ধা হয়ে তোমাদের যা কিছু আছে তা নিয়ে এই মুহুর্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো"।

সেই দিনেই যদি প্রত্যেকটি মানুষ একটি করে কংকর নিক্ষেপ করত তাহলে ঐ দিনই দেশ স্বাধীন হয়ে যেত।কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের পক্ষ থেকে কী ফিডব্যাক আসছে তার জন্য অপেক্ষা করতে থাকে। তিনি মনে করেছিল, ওনাকে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী করবেন।

এই সুযোগে পশ্চিম পাকিস্তানিরা অস্ত্র-সস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম মজুদ করতে থাকে। তারা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠে তখন ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রে এক সাথে সারা বাংলাদেশে গণহত্যা চালায়। ঐ দিনই শেখ মুজিবকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে।

তখন বাংলাদেশের মানুষ হতাশ হয়ে যায়। বাংলার আকাশে-বাতাশে নীরবতার ছায়া নেমে আসে। ঐ মুহূর্তে জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা জারি করে।

এখন কথা হচ্ছে শেখ মুজিব কী নেতা হতে চেয়েছিল নাকি প্রকৃত স্বাধীনতা চেয়েছিলেন? যদি প্রকৃত স্বাধীনতা চাইতেন তাহলে শত্রুদের ৭ই মার্চ থেকে এতো দীর্ঘ সময় আক্রমণ না করে সুযোগ দিয়েছিলেন কেন?

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন