বিপন্ন কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে বাপা'র মানববন্ধন
মহেশখালী প্রতিনিধি
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । "আমাদের নদী , আমাদের ভবিষ্যৎ"
এই স্লোগানকে ধারন করে...দখল , দূষণ ও ভরাটে বিপন্ন কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ মার্চ (শুক্রবার) বিকাল তিনটার সময় ইউনুছখালী বাজারে , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , কোহেলিয়া নদী রক্ষা কমিটি , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি ও উপকূল সুরক্ষা ফোরাম এর আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।
বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে , মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সদস্য সালাহ উদ্দিন নূরী পিয়ারু , উপকূল সুরক্ষা ফোরাম এর সদস্য মাষ্টার এমরান ছরওয়ার , বাপা মহেশখালী শাখার সদস্য ও জন-সুরক্ষা সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম , বাপা মহেশখালীর সদস্য ডাঃ নাছির উদ্দিন , বাপা মহেশখালীর সদস্য শাহেদুল ইসলাম , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক ছপুর আলম , স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান , বশির আহমদ , পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান , লবন ব্যবসায়ী মুহিব উল্লাহ , লবন ব্যবসায়ী বোরহান উদ্দিন , সালাহ উদ্দিন , প্রবাসী মুদাচ্ছের , মোঃ আরিফ , সিরাজুল ইসলাম প্রমূখ ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক , সাংবাদিক , স্থানীয় সমাজ সেবক , জেলে , লবন চাষী ও ব্যবসায়ী , পান চাষীসহ বিভিন্ন স্তরের লোকজন এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সংহতি জানিয়েছেন । আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের মানববন্ধনে বক্তারা বলেন , নদী আমাদের জীবন জীবিকার অন্যতম একটা মাধ্যম । নদী হচ্ছে প্রাকৃতিক সম্পদ , এটি ধ্বংস করে কখনো টেকসই উন্নয়ন কল্পনা করা যায় না ।
আজকে উন্নয়নের নামে কোহেলিয়া নদীকে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে । কোহেলিয়া নদী হারিয়ে গেলে বহু মানুষ কর্ম হারাবে, তাতে বিরাট অর্থনৈতিক সংকটে পড়বে মহেশখালীর অর্ধেক মানুষ । কারন এ নদীর উপর নির্ভরশীল রয়েছে দ্বীপের প্রায় দুই লক্ষ জনগন । কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য ফেলে এখন ভরাট হয়ে গেছে নদীটি । নৌযান চলাচল তো দুরের কথা কোহেলিয়া নদীতে এখন জেলেরা মাছও পাচ্ছে না । ফলে শত শত জেলে পরিবারে চলছে নিরব কান্না । কোহেলিয়া নদী ধ্বংস হলে শুধু জেলে নয় , ক্ষতিগ্রস্ত হবে লবন চাষ এবং মৎস্য চাষও ।
মহেশখালী বাঁচাতে হলে আগে কোহেলিয়া নদীকে রক্ষা করতে হবে । মানববন্ধনে বক্তারা অবিলম্বে কোহেলিয়া নদী পুনরুদ্ধার করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবী জানান ।
Post a Comment